সোনালী আলোয় প্রভাত হইল জগত যে প্রেমময়,
নদীর কলতানে, পাখির কলরবে, প্রকৃিত যে মায়াময়।
সবুজের বুকচিরে, মেঠোপথে খেজুর গাছের ছায়ায়,
কৃষকের  কণ্ঠে, রাখালির গানে আমার প্রাণ জুড়ায়।
পাহাড় নদী মাঠ ঝর্ণা বন পেরিয়ে ভেসে ভেসে,
রূপের দেশে সোনালী বেশে বঙ্গ ললনা হাসে।