গৃহভূমির অনুভূতি
                      -এম. মাহবুব মুকুল


গৃহভূমি ছেড়ে অনেক পথ পেরিয়ে
                থমকে  দাঁড়িয়েছি গহীন বনভূমিতে,
অরণ‍্যলোকে ঘোরপাক খেয়ে
            আটকেছি নদী মোহনার পলিমাটিতে।
মাটির ধরাপাতে গোলক ধাঁধায়
                   অবধারিত মৃত্যুর কিনারা ছুয়েছি,
প্রত‍্যাহিক জীবনের লাগামহীন চাহিদায়
                      অলৌকিকভাবে বেঁচে ফিরেছি।
মরানদীর মেঠোপথে দুপুরে ঘুরে
                 লু হাওয়ার বেদনা ফুসফুস ছুয়েছে,
অনুভূতির ছদ্মবেশ আনাগোনা করে
                মরচে পড়া স্মৃতির অলিগলি ঘুরছে।
অসভ‍্য বিরহের পদাবলী রিক্ত বেদনায়
              মায়াজালের স্বপ্ন নিঙড়ে আসি ফিরে,
অবলা রূপের ঢেউ রূপ জোৎস্নায়
            গৃহভূমির অনুভূতি অন্তরাত্মা জুড়ে ধরে।