আমি এক অচেনা তরুণ,
                কোন এক দুরন্ত পবনে!
হারিয়েছি মন
   উড়ন্ত বলাকার মতো নির্লিপ্ত গগনে।
অচেনা সুরে গেয়ে উঠি মেঠো পথে
আচমকা চোখ মেলি মৌন সংঘাতে,
             পাঠ বিরতির চুপিসারে।
আমি হারিয়েছি মন
দীর্ঘশ্বাস ফেলি বিনাশ্রম কারাভোগে,
চৌর্যবৃত্তিরা আজ মহাসাধু, ব্যস্ত ত্যাগে নয় ভোগে।
আমি এক অচেনা তরুণ
              হৃদয়ে ছুরিকাঘাত, রক্তাক্ত
প্রেম সুধার গৃহস্থলির ঠিকানায়।
মিথ্যা চাতুরির ফাঁকি, তবুও চালাকি সর্বময়।
আমি হারিয়েছি মন
     শেষ ঠিকানার ধ্রুপদী বৃক্ষে,
দুঃখ যন্ত্রণা জমা আছে এ বক্ষে।
আমি এক অচেনা তরুণ
হারিয়েছি মন অমাবশ্যার পথে পথে,
  মেঘ-পাখি অরণ্য মানুষের মাঝে
         নিজেকে খুঁজে পেয়েছি
      বাংলার ছায়া ঢাকা  মেঠোপথে।