আমার ভেতরে এমন গুণনেই যা অন্যকে আকৃষ্ঠ করতে পারি,
আমাকে দেখে অনেকে বলে “এ তুই এমন কেন”?
এ প্রশ্নের উত্তর আমার জানা নেই!
আমি জ্ঞানী নই তবে অন্যের কথা বুঝতে পারি,
আমি বোবা নই কিন্তু কথা বলি না।
শুধু হারানোর ভয়ে -
আমি পাপি তবে সকলের মঙ্গল চাই
আমি লেখক নই কিন্তু মাঝে মধ্যে লিখি
আমি জানি তবে বলিনা,
অবশেষে হারানোর ভয়ে।
আমার ভাষা রুক্ষ্ম কিন্তু প্রাজ্ঞল করতে পারি না।
মানবতাকে ভালোবাসি, অমানুষকে নয়
আমি বুদ্ধিমান নই তবে বুঝতে পারি
কথা বলিনা যদি হারিয়ে ফেলি।
আমি পন্ডিত বা মূর্খ নই; সামান্য শিক্ষিত
সমাজ আমাকে চায় না, কিন্তু সমাজকে ভালোবাসি,
দেশ আমাকে চায় কিনা জানি না, তবে আমি দেশপ্রেমিক
আমি দার্শনিক নই কিন্তু খারাপ যুক্তি দিই না
শুধু অন্যকে আকৃষ্ট করতে পারি না।