ট্রেন ধরব বলে উৎকণ্ঠা ছিল! ঠিক সময়ের আগেই
তার সাথে দেখা করব বলে যাই একটু সময় নিয়েই।
ফিরতে পারব কিনা আরো বাড়ে উৎকণ্ঠায়,
হুইসেল শুনে ছুটতে ছুটতে ষ্টেশনে যাই।
ততক্ষণে শেষ হুইসেল, পিছনে পতাকা দেখায়,
সম্মুখে গতি বাড়ায়, থমকে দাঁড়াই আমি হতাশায়।
হতাশার চোখে দূরে তাকিয়ে থাকি,
জলকণিকা আর অপরাজিতা এদিকে আসতে দেখি।
যেন এক দুঃস্বপ্ন নিদ্রাহীন রাত, আমি কাঁপছি
পরাজিতের মতো অসহায় সব ভুলে যাচ্ছি।
মালামাল ধরে জলকণিকার টানাটানি,
সামনে এসে দাঁড়ায় অপরাজিতার হাতছানি।
সময়ের পর্দা ঠেলে পূর্ব দিগন্তে ভোরের আলো
কুয়াশার পর্দা ঠেলে জলকণিকা গন্তব্যে চলল।
নতুন টিকিটের সন্ধানে, তখনও ছিলাম উৎকণ্ঠায়
শূন্য বুকে,গন্তব্যে! নতুন ঠিকানায়।
( ১০ মে ২০১২)