আঁধার কেটেছে জেগে ওঠ তরুণ ভাই,
দেখেছ কি তুমি! কত ফুল শিউলি তলায়?
পাখিরা ধরেছে গান; রবি দিচ্ছে উঁকি।
উঠবে না তুমি; এখনও শুয়ে র’বে তুমি।
পালে লেগেছে হাওয়া, মাঝিরা ধরেছে হাল
চোখ বুজে র’বে তুমি আর কত কাল?
ভোরের হাসি মুক্ত বাতাস পাখির কোলাহল,
কৃষক চলেছে মাঠে, সাদা মেঘ ছুটছে অবিরল।
চোখ খোল, চেয়ে দেখ, ভোর হয়েছে ঐ
তোমার বন্ধুরা স্কুল মাঠে করছে হৈ চৈ।