জেগে ওঠ্ এবার জেগে ওঠ্ মন,
জাগ্রত কর তোর কঠিন হৃদয়।
ভরিয়ে তোল মায়া-মমতায়
জাগিয়ে তোল মন।
ঐ দেখ্ ! পূর্ব গগনে জেগেছে সূর্য,
কি রূপ! যেন অপরূপ কারুকার্য।
জেগে ওঠ্ এবার!
জাগিয়ে তোল মন।
কি হবে রাগে ক্ষোভে বসে থেকে!
কি হবে মিথ্যা অহংকার  নিয়ে!
হৃদয়ের অনুভূতিতে
মায়া-মমতায় জাগিয়ে তোল।
জেগে ওঠ্ , জাগিয়ে তোল মন।