ঝরাপাতা ঝরে যায় জীবন শেষে,
গাছ তাকে ছেড়ে দেয় কি যেন কি রোষে!
জন্মিল গাছে, বড় হলো তাতে
গাছকে পুষ্ট করল দিনে রাতে।
অথচ! একদিন পাতা গেল ঝরে,
কিছুতেই গাছ রাখতে পারল না ধরে।
এই পাতা কেন, কেন তুমি ঝরো ?
বলতে কি পারো ?
তুমি, মানব মনে দাও কি শিক্ষা ?
ওহে মানবগণ, নাও তরুর কাছে দীক্ষা !
মানব মন হও তরুর মতন,
কেন ছুটছ মরীচিকার পিছন ?
ঝরাপাতা ঝরে যায় জীবন শেষে,
গাছ তাকে ছাড়ে না, পড়ে আপনি খসে।
কঁচিপাতা থেকে যায়, পাকাপাতা ঝরে,
আপন কাজ শেষে ফিরতে হবে ঘরে।
ঝরাপাতা ঝরে যায় ঝরাই তার কাজ,
পাপ-পূণ্যের হিসাব করো মানব মন আজ !
ঝরাপাতা ঝরে যায় জীবন শেষে,
জন্মিলে ঝরতে হবে জীবন শেষে।