এমন যদি হতো
      এই পৃথিবীর সবাই হতো ভালো !
মন্দ-খারাপ, হিংসা-বিদ্বেষ
                   দূর হতো সব কালো।
ধনী-গরিব, বাদশা-ফকির
              যে যার মতো করত কাজ,
কেমন হতো এই পৃথিবী
            ভাবো তো ভাই একটু আজ।
ইচ্ছা স্বাধীন করত কাজ
           থাকত না আর ভয় কি লাজ!
রাস্তা ঘাটে খুন খারাবি
    চুরি ডাকাতি থাকত না আর ছিন্তাই,
যার কর্মে সেই চলত
                  বলত সবাই ভাই ভাই।
  এমন যদি হতো
ধরার বুকে এই পৃথিবী শান্তি সুখের হতো।
নারি পুরুষ একই সাথে
               স্বাধীন ভাবে চলত পথে।
  এমন যদি হতো
                 এই পৃথিবী ধন্য হতো।
  স্বর্গ হতে আসত দূত,
           নরকের ভয়ে থকত না ভুত।
যদি! সবাই ভালো হতো
                তবে কেমন মজা হতো,
  কে বড়! আর কে ছোট!
                    ভাবত না আর কেহ।
ধন্য সবই ধন্য হতো। মাটির এ দেহ।
কর্ম গুনে যে টুকু পাই, সে টুকু পেয়েই
                যদি আনন্দ সবাই পেতো।
সুখ সাগরে থাকত সবাই
               সংসারে স্বর্গ সবাই পেতো।
                  এমন যদি হতো
  এই পৃথিবীর সবাই ভালো হতো!
অস্ত্র-শস্ত্র, গোলা বারুদ লাগত না আর কিছু,
  দোষ-ত্রুটির সমালোচনায়
               অযথা লাগত না অন্যের পিছু।
থাকত সবাই আরাম সুখে
                 বুকের মানিক থাকত বুকে।
  মরত না আর ধুকে ধুকে
                   মরত সবাই হাসি মুখে।
  বিপদ আপদ আসলে পরে
                আসত ছুটে আপন মনে,
  কঁদত সবাই জনে জনে ।
                 ধরার বুকে, ধরার পরে
   শান্তি সুখের হতো
           ধন্য সবাই ধন্য হতো
                           এমন যদি হতো।
                                            


  (১১জুলাই ২০০৯)