ঘোর সন্ধ্যায় প্রসাদ চূড়ায় জ্বলে রত্নদীপ,
দূর্গম অরণ্যে চলি নগ্নপায়ে!
             এতো সবে কাল সন্ধ্যা!
কালবৈশাখী বেশি দূরে নয়।
গোলক অন্ধকারে একাকি মরীচিকার মরুপথে
কালের কালান্তরে আত্মবিলাপ ধীরে ধীরে
            আধো আধো নেশায়-------
বেদনার আড়ালে ঘুমহীন ঢুলু ঢুলু চোখে
দূর দিগন্তে সহসা বিষণ্নতার পতাকা ওড়ে
প্রতীক্ষার অপেক্ষায় দেখি  বেদনার ছায়া।
অন্তরীক্ষে দেখি অতিথি পাখির আনাগোনা।
              নিঃশব্দে ডানা মেলে বসে
সেই কালবৈশাখী সন্ধ্যার প্রাসাদ চূড়ায়।
জ্বলে দীপ! জ্বলে কালসন্ধ্যায়।