জ্বলছে আগুন


গোপন কথার ইশার ফাঁকে, বুকের ভিতর নিত্য কাঁদে;
জ্বলছে আগুন চোরাবালির রঙ্গিন ফাঁদে।
চিত্ত আগুন, নিত্য দহন , হৃদয় পোড়া আগুনে,
দমকা হাওয়ার দাবানলে, সর্বনাশের আলিঙ্গনে।
শংকা আমার কল্পনার এই তাসের ঘরে!
জ্বলছে আগুন, এই ফাগুনে কেমনে র’ব একা ঘরে।
ফুল ফাগুনের তপ্তদাহে গোপন কথার ইশারাতে,
হিয়া আমার দুরু দুরু রঙ্গিন সাধের স্বপ্নরাতে।
জ্বালিয়ে গেল এই ফাগুনে ঘূর্ণিঝড়ের উজানঢলে
গোপন কথার ইশার ফাঁকে, উড়াল দিল কল্পনার রঙ্গিন পালে
প্রেম বসন্তের অনুরাগে মঞ্জুরিত অন্তরালে,
বিশ্বকুজ্ঞ আমোদিত, পুষ্পায়িত প্রেমানলে।
স্বপ্ন আমার ভরদুপুরে ঝরছে আজ সদ্য ফোঁটা পাপড়িগুলি,
জ্বলছে আগুন, তপ্ত ফাগুন, কাঁকন বালার স্বপ্নবুলি।
মিষ্টি ঠোঁটের শান্তহাসি প্রেম কাননের বউপাখিটা,
প্রেমপাড়াটা চন্দ্রগ্রাস, জ্বলছে আগুন, প্রেমনগরে দ্বীপ্তছটা।
শূন্যবুকের নিঝুম আঁধার প্রতীক্ষার এই জীবন তরী,
সোনার স্বপন নিদ্রাহীন, ক্লান্ত দু'চোখ অশ্রুভারি।
মায়ার বাঁধন, দারুণ খরায়, ডংকা আমার এই ফাগুনে।
জ্বলছে আগুন! তপ্ত ফাগুন! সর্বনাশের আলিঙ্গনে।
প্রেম সাগরে তুষার মরু, শূন্য খাঁচায় চৈত্র খরা,
মনের গহন আধাঁর রাতে স্মৃতির পাতায় আগুন ধরা।
প্রেম পিপাসায় তীর্থ পথিক, শূন্য এ বুকে জ্বলছে আগুন,
পুষ্পমাসের পুষ্পকীটে পুষ্পিতা, পুষ্পবাণে জ্বালিয়ে দ্বিগুন।
কালবৈশাখের বজ্রপাতে আশার বাতি নিভিয়ে এলো!
পূর্ণশশী রোমাঞ্চিত, পুষ্পাঞ্জলির স্বপ্নগুলি জ্বালিয়ে গেলো।