যুদ্ধ কার সাথে! এ যে আমার স্বাধীন মাতৃভূমি।
সবাই আপন, এ যে সবচেয়ে দামি।
সোনালি পাহাড় আর অপূর্ব ঝর্ণা,
বিচিত্র অপরূপ সেতো কি করব বর্ণনা!
ধর্ম সে তো সকলের উর্ধ্বে,
অযথা বাড়াবাড়ি করো না গর্বে।
অপূর্ব শোভার শ্যমল সবুজ মাঠ,
ধর্মের নামে অধর্মের দোহাই হয় প্রকট।
এদেশে ধর্ম প্রচার করেছে কত শত অলি মহামনীষিগণ,
বোমা হামলায় কারো কেড়েছে কি প্রাণ?
দূর দেশ থেকে এসে করেছে ধর্ম প্রচার,
মানুষ মুগ্ধ হয়েছে তাঁদের আচার ব্যবহার
তাই বলি ভাই, যুদ্ধ কার সাথে এ জমিতে,
সবাই আমরা ভাই ভাই এ স্বাধীন ভূমিতে।
ধর্মের নামে মানুষ হত্যা এ কোন মানবতা!
আজ বড় দরকার সকলের মহানুভবতা।
রক্তপাত, গুপ্তহত্যা, খুন জখম রাহাজানি ভুলে,
সবাই সমবেত হই স্বাধীন বাংলার পতাকা তলে।
মানুষের বিরূদ্ধে যুদ্ধ ভুলে, দুঃখী জনের পাশে দাঁড়াই,
দেখবে তবে তোমার আদর্শ গ্রহন করবে সবাই।
স্বাধীন বাংলার মানুষ গুলো বড়ই সরল সোজা,
মিথ্যা যুক্তি দিয়ে চাপায়ো না ধর্ম যুদ্ধের বোঝা।
যুদ্ধকার সাথে ; কেবা আপন কেবা পর!
এখানে আছে কৃষক জেলে তাতি মাঝি কামার,
রক্তের নদী পেরিয়ে, গড়েছি আপন আপন ঘর
ধর্ম পালন করতে দাও স্বাধীন জনতার,
বোমা মেরে ধর্মের বুকে কালিমা লেপো না,
যুদ্ধ কার সাথে! সবাই আপন।বুঝেও কেন বোঝনা।
                                                            (২২জুলাই ২০০৯)