ঈষাণকোণে মেঘ জমেছে
                দৃষ্টি কালো কালো,
ঝড়ো হাওয়ার তীব্র বাতাস
               নিভে আসে আলো।
বন নদী মাঠ সব পেরিয়ে
                 এখন সবে গ্রামে,
কালবৈশাখীর ধ্বংস খেলা
                চলছে পুরো দমে।
গাছ পালা সব নূয়ে পড়ে
             করে সালাম-নমস্কর,
প্রকৃতি তাই দেখছে বসে
          কালবৈশাখীর কারবার।
হঠাৎ এসে হঠাৎ যায়
             ধ্বংসের খেলা খেলে,
বৈশাখীর এই তাণ্ডবকে
          তাই কালবৈশাখী বলে।
         (০৪ মে ২০১২)