অফিসের এক অন্য কাজে পিয়ন গেছে চলে,
কর্তাসাহেব এরই ফাঁকে পড়ছে ঘুমে ঢলে ।
কলের চেয়ার ঘুরে ঘুরে পিয়নটাকে ডাকে,
চেয়ার ছেড়ে পায়চারি আর চেয়ারে বসে ডাকে।
তৃষ্ণাকাতর কর্তসাহেব পানির পিপাসায়,
পিয়নটাকে ডাকছে শুধু পানি খাওয়ার আশায়।
কর্তাসাহেবের পাশে ছিল পানির গ্লাস ভর্তি,
হাত বাড়ালে কর্তা সাহেব পারত গ্লাসটা ধর্তি।
হাঁক শুনে তার মনে হলো পানি বুঝি নাই,
আবার , এসব পানি খান না তিনি ডিষ্টিল ওয়াটার চাই।
পাশ থেকে নিলেই যদি প্রেষ্টিজ এ বাঁধে,
তবে উন্নিত কেন? অন্য কিছু হবে এদেশে।
এই যদি হয় আমাদের কর্তাসাহেবের অবস্থা,
দেশ কিভাবে রাখবে তাদের ওপর আস্থা।