দেশের বন্ধু, দশের আপন জন;
জাগাও সবাই  ঘুমিয়ে থাকা মন।
দুর্দিনে ধৈর্য্য ধরে করো সবে কাজ,
প্রতিভা বিকাশে রেখো না কোন লাজ।
গরিব দুঃখীর মনে ফোঁটাও যদি হাসি,
প্রশংসিত হবে তুমি জগতে ভূয়সী।
তোমার কর্মই মৃত্যুর পরে বাঁচিয়ে রাখবে,
মহামনীষিদের কাতারে তুমিও শামিল হবে।
তাই কাজ করো দেশ ও জাতির জন‍্য,
তোমার কর্মই তোমাকে করবে ধন‍্য।