স্বপ্ন কি সব সময় বাস্তবে রূপ দেয়! দেয় না।
স্বপ্ন বাস্তবের মাঝে কেউ সুখী হয়, কেউ হয় না।
সংসারে সবার আশা কি পূরণ করতে পেরেছি?
                 না পারিনি। বিচিত্র কথা শুনেছি।
কষ্ট শ্রম সবই ব্যর্থ, যেন ব্যর্থতার মধ্যে দিন চলা,
তবুও স্বপ্ন নিয়ে ব্যর্থতার মাঝে কাটে বেলা।
         স্বপ্ন আর বাস্তবের মধ্যে বসবাস,
স্মৃতিগুলো খেলা করে দিন রাত চারিপাশ।
কী চেয়েছি? পেয়েছি কতটুকু! কী লোভে কেড়েছে সুখটুকু!
কেউ চায় না ভালো, সেই থেকে সন্দেহ সবার।
                 স্মৃতিগুলো তাড়া করে বারবার!
দুঃস্বপ্নের মাঝে সে সব কথাগুলো কানে বাজে,
আজও মন দিতে পরি না স্বাভাবিক কাজে।
       সুনাম দূরে থাক সবাই দোষ খোঁজে,
ব্যর্থতার মাঝে উজ্জীবিত হই স্বপ্ন পূরণের কাজে।
     আত্মগ্লানিতে! ব্যর্থতায় সব যায় বিফলে;
              জানি না! কি আছে এ কপালে?
ওরা কি চায়! জানি না, সবকিছু থাকে আলো আঁধারে
               স্বপ্ন পূরণে ব্যর্থ , তাই সবাই যায় দূরে।
বাস্তব কঠিন বিচিত্র কর্মক্ষেত্রে,
    স্বার্থের ব্যবধান সর্বক্ষেত্রে।
হৃদয়ের পুঞ্জভূত ব্যথা আরও ঘনিভূত
    সংসয়,সন্দেহ, ব্যবধান বাড়ে দ্রুত।
   কষ্ট শ্রম দিয়ে সব সময় স্বপ্ন পূরণ হয় না,
ভাগ্যের নির্মম পরিহাসকে বদলানো যায় না।
           কে কি চায়? বুঝি না তার ধরণ!
সবকিছু চুষে ছুড়ে ফেলে। কেউ করে না স্মরণ।
             ভাবি বারবার, থাকি নিরালয় একা,
সময়ের ব্যবধানে রূপ পাল্টে কথা বলে বাকা বাকা।
ব্যর্থতার মাঝে বিচিত্র ধরণিতলে স্বপ্ন খুঁজি আবার,
    মায়ামমতায় আপন করে নিতে চাই সবার।
                                                  



(২৪ সেপ্টম্বও ২০০৯া)