আমার অস্তিত্বে আছে স্বদেশ
                     বাংলাদেশ,
পৌনে দ’শত বছরের গোলামি
আর বায়ান্ন থেকে একাত্তর
ছিল না মানবতা , পারস্পরিক শ্রদ্ধাবোধ।
সময়ের ব্যবধানে সব বিলীন।
কিন্তু আজ আছে পারস্পরিক হিংসা।
বিশ্ব মানবতা আজ  ধবংসের দ্বারে
                      ক্ষয়িষ্ণু সমাজে
      অপরাধ প্রবণতা প্রতিধাপে।
মানবিক গুনাবলি হারিয়েছি কবে,
আজ কঠিন বাস্তবের মুখোমুখি।
আমরা সমাজ বদ্ধ জীব  কিন্তু
অন্যের দুঃখ ব্যথা যন্ত্রণা আনন্দ বুঝিনা।
আমরা ব্যস্ত স্বীয় স্বার্থে
বুঝিনা দেশ জাতির স্বার্থ।
আমাদের ক্ষয়িষ্ণু সমাজে মানবতা
               ধবংসের দ্বারে।