নক্ষত্র আলোক রাতে
ঘড়ির কাঁটা যখন ঠিক বারোতে।
অথবা বারো ছুঁই ছুঁই
             এখনই হবে যেতে,
ও অপেক্ষায় আছে !
মন কেমন করা হিমেল রাতে।
দীর্ঘশ্বাসে মোড়া বিষ রজনী
সময় কাটতে চায় না একচুলও সজনী
মশা আর কুয়াশার খেলা, অমৃত রাত,
সময়ের তোয়াক্কা না করা
    সময়! এখনও কত দেরি প্রভাত !
রহস্যময়ী সন্ধ্যা নিত্য
                গ্রহণের রাতে
লাল প্রহরে সময় ---
নিরব হাসি শেষ অবধি তারই সাথে।
অভিমানী সময় ---
        বেজেছে বোধ হয়।
চাঁদ গিয়েছে ডুবে!
সময় গুনতে ইচ্ছা করে না! তাই ভেবে !
তবুও হাতঘড়ি দেখি
তারিখের খাতা রাখি।
আজ কতো---
           রাত সেতো রাতই
     দিনের স্বপ্নের শুরুতেই,
দু’দিনের সন্ধিক্ষণে
             আকাশে উজ্জ্বল টিপ।
আচমকা বলে, একদিন প্রভাতে
ঘুরে আসি দু’চোখ  
যেদিকে চায়! এখনই হবে যেতে।
হঠাৎ মাথা নেড়ে বলে
        উদার হও হে পৃথিবী!
একটু উদার
সকল স্বার্থপরতা ভুলে!