না পারে হাত পাততে। না পারে ময়লা পোষাক পরতে,
তোমরা তো লেগেছো বিনা বেতনে ছুটি দিতে!
তুমি সরকারের প্রোনোদোনা, কর মওকূপ,
ব্যাংক ঋণ সকল সুবিধা পাচ্ছো বেশ,
তবুও কর্মী ছাটায়ের আদেশ দিচ্ছো বেশ।
তোমাকে(শিল্পপতি) ধ্বংশ করছে তোমারই তোষামোদকারি,
তাই তো তুমি শুনতে পাওনা শ্রমিক-কর্মচারির আহাজারি।
তোমার এ পাপের শাস্তি তোমকেই পেতে হবে হে শিল্পপতি,
তোমার বিবেকের দংশনে মরবে তুমি, তখন বুঝবে ক্ষতি।