কী দেশ পেলাম এতো রক্ত আর ত্যাগের বিনিময়ে!
ভাবি তাই, আনন্দ-বেদনা মিশ্রিত ভারাক্রান্ত হৃদয়ে।
                   স্বাধীনতার কথা ভাবি ক্ষণে ক্ষণে;
আর চেয়ে থাকি দেশ-জাতির দিকে উদাস বদনে।


মুক্তিযুদ্ধের সময় আদর্শ প্রেরণা ছিল কবিতা-গানে,
বাঙালির শক্তি যুগিয়েছিল “জয় বাংলা” স্লোগানে।
সশস্ত্রযুদ্ধে দেশ স্বাধীন করেছিলো স্বল্প সময়ে,
বাংলার মুক্তি পাগল জনতার জীবনের বিনিময়ে।