আলো-আঁধারের মাঝে আমরা প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছি,
এতো ত্যাগের বিনিময়ে কী পেলাম? আর কী পাচ্ছি!
স্বাধীনতার সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম স্বদেশ রক্ষার্থে,
অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তি একসাথে।


মুক্তিযুদ্ধের এতোবছর পরও বীর মুক্তিযোদ্ধারা নিগৃহীত,
রাজাকার দেশবিরোধীদের পুনঃবাসন, যা ছিল প্রতিনিয়ত।
তাই বেদনা ভারাক্রান্ত হৃদয়ে তাকাই জয় বাংলার দিকে,
তোমার “জয় বাংলা”য় ওরা বিদ্বেষ ছড়িয়েছে চারিদিকে!


বঙ্গবন্ধু তোমার মুক্তির স্লোগান আলো-আঁধারের মাঝে,
জাতিকে শেখাচ্ছে দুর্নীতি কিভাবে করতে হয় প্রতি কাজে।
আঁধার থেকে আলোর পথে আসতে বিবেক জাগ্রত দরকার,
চিন্তা চেতনায় দেশ-জাতির কথা ভাবলে ভালো হবে সবার।
                              (২৫ মার্চ ২০১২)