আমাদের দেশ পিছিয়ে গিয়েছিল অর্থনৈতিক মুক্তিতে,
থমকে দাঁড়িয়েছিল দেশ! আঁধার নেমেছিল প্রভাতে।
স্বাধীন রাষ্ট্রে তাই দীর্ঘদিন ছিল রাজাকার পুর্নঃবাসন,
দেশের কথা ভুলে,আখের গোছাতে ব্যস্তছিল সেনাশাসন।


আমাদের চিন্তা-চেতনা তাই থমকে দাঁড়িয়ে ছিলো বহুদিন,
মুক্তঅর্থনীতি ঘুরপাক খেয়েছিল একইপথে দিনের পর দিন।
নীতি আদর্শে কতোটাই নীচ আর স্বার্থ কতোটা নীচে নামায়,
মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে! দেশবিরোধী রাজাকারের মুক্তি চায়!