বর্ণিল আলোর ঝর্ণাধারা
               মানব প্রেমে আত্মহারা,
হৃদয় স্নাত অনুভূতি
       বাংলা বাঙালির প্রেম জ্যোতি।
দিকে দিকে ঐ ঊর্মিমালা
      বিশ্বজনীন ঐক্যের বন্ধন মেলা,
মৃত্যুঞ্জয়ী ঐ বাঙালির বাতিঘর
    কালব্যাপী আছে, তবু নাহি পর।
মানবতার দর্শন স্বপ্ন চিন্তায়
   মানবিক মূল্যবোধ তাঁর চেতনায়,
আলোকিত জ্যোতি বাঙালির হৃদয়
মানবপ্রেমের অনুভূতি তাঁরই প্রভায়।
সুরের ধারায় অভিভূত
                 রবি-নজরুলের গান
ছায়ানট, উদীচি সেতো
                 বাংলার গীতবিতান।
       ০৮ মে ২০১২