ধুলিমাখা মাগো মোর দেহখানি
মধুময় করে তোল তুমি ধরায় স্বর্গ আনি।
অন্তরে মহামন্ত্রখানি দিয়ে
             মুখপানে চেয়ে ।
নীরবে মুদিয়া যাও আঁখি খানি,
আপন ভুলে টেনে যাও সংসারের ঘাণি,
আর সব পরাজয় ব্যর্থতা গ্লানি।
মধুময় করে তোল মোর মুখপানে চেয়ে
মহামানব গড়ে তোল মমতা দিয়ে,
                   ধরণীর মহাতীর্থে
ভালোবাসা দিয়ে এগিয়ে দেও শীর্ষে।
দেশ জাতি কালের শীর্ষে তুমি
ধুলিমাখা দেহ তুমি তো জন্মভূমি।