মায়াবি রূপ
কি অপরূপ
বিনম্র শোভা
আহ্! কি প্রভা।
দেখি দিনমান
ছড়ায় ঘ্রাণ।
কলোবরে নিত্য
গহনে গগনে মত্ত।
সোনালী দিনে
তারই মনপ্রাণে
চলি হেলে দুলে
সভ্যতার ভুলে।
বিচিত্র জগত রূপ প্রকৃতি
অসামাজিক কার্ম ছড়ায় ভীতি।
আহ্ ! কি মধুর স্মৃতি,
জাগাও আপন প্রীতি।
কবিতার প্রেমে
জাগো দেশপ্রেমে
সাম্যের জ্যোতি
আমার কবিতার খ্যাতি।
বিশ্ব ভূবন ছাড়িয়ে
মহাবিশ্বে আছি দাঁড়িয়ে
কবিতার বই
মিতালি করি সই।
(রচনাকাল: ০৫ এপ্রিল ২০১৯)