শূন্যতায় গ্রাস করে আজও
সেই আগের মতো মায়াবতীর ইশারায়!
কি যেন এক ছলনায়!
নগ্ন অন্ধকারে দুলি দোলনায়
বুকে ছোবল দেয় নগ্ন বাহুর ছলনায়।
কাঁটার উপর দিয়ে চলি
আজও চলছি তো চলছি!
তীক্ষ্ণ নখের রাহু গ্রাসে
মায়াবতীর ইশারা দু’চোখে ভাসে!
চারিদিকে ওরা আছে
এখনই ছোঁ দিবে ঈগলের মতো
প্রতিপক্ষের ভয়ে থাকি যতো।
ধর্মীয় অনুভূতি দিয়ে কাবু করে
মায়াবতীর ইশারা সেই আগের মতো
কাঁন্নার ধবণি ওঠে শত শত।
অন্তরীক্ষে অন্তরালে সমাপ্তির স্তব্ধতা
মহাশূন্যতা গ্রাস করে অস্থি মজ্জায়
বাড়ে শুধু অস্থিরতা!
মায়াবতীর ইশারায় অস্থির জীবন যন্ত্রণা।