নির্জনতায় আমাকে আমি ডুবিয়ে ফেলি
         অবচেতন সত্তার সন্তরণে;
মানবীয় মহাজাগতিক ভূবনে।
ব্ি র্ণল পটভূমির রূপ চেতনার বাইরে,
    ভিতর অনুভূতির নিরন্তর আঘাতে।
রূপের রঙিন স্পন্দন মমতার ছান্দিক পতনে।
তবুও, হাঁটু মুড়ে বসে পড়ি প্রকৃতির মায়াজালে!
     বিশ্বচরাচরের এই বিমূর্ত নীলিমা তলে।
মুকুলিত পুষ্পিত এই সেই মায়াবিনী রহস্যে!
         অনুভূতির নিরন্তর আঘাতে।