ক্রন্দন মোদের ভোরের আলোয়
               কিংবা সাঁঝের তারায়,
ভরদুপুরে খেলা করে অভিমানি ঈশারায়।
মেকির বাজারে মিথ্যার ছলে খুঁজি খাঁটি,
দিবানিশি ডাকি তবু সবই হলো মাটি।
যা মেলে তা শূন্য। দীপ জ্বালি বারে বারে,
ক্রন্দন মোদের অভিমানি ঘরে ঘরে।
তৃষ্ণা যত সবই ঐ অভাগি পল্লী কুঠিরে,
স্নায়ু ছিড়ে নাড়ির টানে আসে বারে বারে।
কল কল্লোল কিংবা পাখির কুঞ্জন বনে,
নব পরিয়ে সত্য খুঁজি মেকির বাজারে।
মিথ্যার কৌশল চলে কাল থেকে মহাকাল,
শোক  দুঃখে মরে প্রকৃতির দুলাল লালে লাল।
অট্টলিকার মাঝে কত কোলাহল আনন্দ হাসি গান,
জীবন জীবিকার পল্লী কুঠিরে প্রাণ করে আনচান।
         আর ক্রন্দন! সেতো নিত্য নব ঘটনা।
       মেকির বাজারে সত্য খুঁজি!
                          নিশিদিন করি প্রার্থনা।


রচনা:  ০৭ এপ্রিল ২০০৯