অলৌকিক মেঘে চড়ে স্মৃতিগুলো উড়ে যায়
           রঙধনুর দিগন্তে অদ্ভুত মায়াজালে!
ঐ দূরে, ধূসর পাহাড়ে;
গন্ধহীন ফুলের নির্যাস নিয়ে
যাত্রা বিরতি নয়। চলাতেই আনন্দ।
    পুঞ্জ পুঞ্জ মেঘ কখনো থেমে থেমে যায়,
চুম্বন দেয় মেঘ বিদ্যুতে অনন্ত ভালোবাসায়।
নেচে ওঠে ময়ূর পুচ্ছ আর
প্রকৃতির লতা গুল্ম গাছ পালা,
আনন্দে গান ধরে কৃষক বর্ষনে
মেঘ বিদ্যুতে ভরা বর্ষা দিনে।
বিরহ খুঁজে পায় কেহ স্মৃতির উড়ে যাওয়া মেঘে      
                চেয়ে থাকে মেঘ পানে দু’জনে।
হৃদয়ে হোঁচট খাওয়া মেঘ বিদ্যুতে
অশ্রু ঝরা ঝাপসা দৃষ্টিতে
                   দূর জানালায়।
এ যাত্রাপথ অসীমের টানে, দূরে উড়ে যাওয়া।
            স্মৃতির বিরহে অশ্রু ঝরিয়ে যাওয়া।
কখনো বজ্র বিদ্যুত থেমে থেমে
কখনো যাত্রা বিরতির অশ্রু পতনে
স্মৃতি গুলো খেলা করে
মেঘ বিদ্যুতে।
                                


     (২৫ জুলাই২০০৯)