প্রভাত আলোয় আপন কাজে
                      ফোঁটাতে হবে ফুল,
চলার পথে বিশ্বসংসারে
                      শোধাতে হবে ভুল!
সবাই চলে আপন অপন
                     গতিতে নিত্য কর্মে,
ভুলগুলো শুধরাবার নিয়ম
                     আছে প্রতিটি ধর্মে।
জীবনের ভাঙ্গা-গড়া সুখ-দুঃখ
                     শ্রাবণ মেঘের মতো,
উত্থান-পতনের মাঝে জগতে
                   ফুল ফোঁটে শত শত।
বিরোধ, ঝগড়া, বিচ্ছেদ ঈর্ষা
                  সংসারে ভাঙ্গনের সুর,
প্রভাত আলোয় ফোঁটে ফুল
                 ধরণীতে জীবনের রূপ,
এ মলিন সংসারে আত্মঅহংকারই
                          তার বহিঃরূপ।
প্রভাত আলোয় ক’জনে বাঁধতে
        পারে জীবনের স্বপ্ন ! হয় ধন্য
হানাহানি দুর্নীতি তাইতো
           বিশ্ব সংসারে এতো জঘন্য।
জীবনের ভাঙ্গাগড়া মুছে ফেলে
            জীবন গড় প্রভাত আলোয়,
শান্তির সুবাতাস বইবে সংসারে।
             বিশ্বসংসার হবে শান্তিময়।
(৩০ মার্চ২০১১)