মাথার উপরে অসীম আকাশ, বিশাল প্রান্তর বটবৃক্ষ;
বাঙালির ইতিহাস, হাজার বছর পরে উদিত সূর্য।
বাংলার শ্যামল প্রান্তরে,
শতাব্দীর অপেক্ষায় মহানায়ক এলো বাঙালির অন্তরে।
দুঃখের সমস্ত তিমির বিদীর্ণ করে উদিত সূর্যের মতো,
জাগিয়ে তুললো মুক্তিমন্ত্রে উদ্দীপ্ত ঐক্যবন্ধনে।
কোটি হৃদয়ের একই সংকল্পে
জয় বাংলার মুক্তিমন্ত্রে।
বাংলার রণ হুংকারে, জননীর শৃঙ্খল মুছতে,
মুক্তির মন্ত্রে বাংলার রেসকোর্স ময়দানে।
গর্জে উঠেছিলো  বীরপুরুষের দল একই কাতারে।
বাংলা মায়ের শৃঙ্খল মুছতে
বীর মহানায়কের মুক্তিমন্ত্রে।
ছুটেছিলো রণাঙ্গনে আবাল বৃদ্ধ বণিতা
রণসাজে ফুটেছিল বারুদের মতো।
শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধুর তর্জনী তোলাতে
জয় বাংলার হুঙ্কার , মুক্তিমন্ত্রে।
হাজার বছর পরে উদিত হলো বাংলার সূর্য
লাল-সবুজের পতাকা
বাংলাদেশের সবুজ শ্যামল প্রান্তরে
বাঙালির ইতিহাস, মহানায়ক এলো বাঙালির অন্তরে
জয় বাংলার মুক্তিমন্ত্রে।