মুক্তচিন্তায় আজ রাজ্যের অমানিশা ঘেরা কালো রাত!
                  চাপাতির আঘাতে খানখান,
মৃত্যুপুরীর অনিশ্চিত দুঃসময়ের কাছাকাছি
                   অষ্টপ্রহর গুনি!
ভয়ে ভয়ে থাকি! এই বুঝি - - - -
অর্তনাদ! শোষিতের নিরন্তর আহাজারি;
মুক্তচিন্তার মিছিলে আজ ব্যথিত স্লোগান,
                এ কোন যুগসন্ধিক্ষণ?
ঘাতকেরা খোঁজে মুক্তচিন্তাকে।
স্বপ্নবিনাশী এক দুঃসময়ের অতলে
           ধীরে ধীরে মৃত্যুপুরীতে।
মুক্তচিন্তা থেমে যায় মুখোশধারীর নাশকতায়!
ধরাশায়ী আশ্রয়হীন রক্তাক্ত আজ মুক্তচিন্তা।
ক্রোধর আগুনে পুড়ে জ্বলে
         ক্ষত-বিক্ষত রক্তাক্ত প্রতিটি রোমকূপ
তারপর নিস্তেজ হয়ে যায চাপাতির আঘাতে !
দুঃস্বপ্ন তাড়া করে , নিরাপদ আশ্রয়ে ----
                 মুক্তচিন্তার ছায়াঘরে।
মুক্তচিন্তার আকাশে আজ কালো মেঘের
             আনাগোনা।