সত্যের সঙ্গে বন্ধুত্ব  আর প্রতিবাদের সাথে জীবন যাপন,
তাই তো বদলাতে হবে এ নষ্ট সমাজের আচরণ।
বদলাতে না পারলে নিদেনপক্ষে ঘৃণা তো করতে হবে!
আত্মসমালোচনায় জাতির ইতিহাস জাগাতে হবে।
দাঁড়াতে হবে আত্ম আয়নার সামনে সবাই,
দাঁড়ি কাটার সময় যেমন আমরা সতর্কতার সঙ্গে ব্লেড চালাই
তেমনি আমাদের অসুস্থ্য আত্মার জন্ডিস সারাতে অতি সযত্নে
আমাদের আত্মাকে সাবানের মতো গলে যাওয়া থেকে রক্ষা করতে
পারলেই বিবেকের দংশন পীড়ন থেকে রক্ষা করতে পারব।
আমরা আবার জেগে উঠতে পারব!
আজ আমরা আপন বিবেকে নিজের প্রতিবিম্ব দেখতে কি পাই ?
সমস্ত আত্মাটাই ভর্তি আবর্জনা আর নীতিহীনতায়!
সত্য-অসত্য, ন্যায়-অন্যায়ের স্পষ্ট ব্যবধানটি ক’জনে বুঝতে পারি।
বসন্তের কোকিল হওয়া কি খুবই দরকারি!
প্রিয় বন্ধু বিবেক দেখো আর না দেখ,
যদি কোন দিন ধুমকেতুর মতো আমার ছবি দেখ!
ঐ আকাশপানে, তবে বন্ধু না ভাবলেও!
শত্র“ ভেবেই জীবন শেষ করলেও!
শেষ মুহূর্তে শুধু ,একবার স্মরণ করো।
আমায় ক্ষমা করো।