বসে থাকি ঘোর নীলিমায়,
ঝাউশাখের বনলতার শাখায়
চেয়ে থাকি একাকী দূরে নীলিমায়
অজানা টানে শর্তহীন ভালোবাসায়
পতিত কোন ভূমিপ্রেমে, নীলিমায়;
কর্মক্লান্ত ভরা দুঃখ বেদনায়।
বিব্রতকর ঘটনার স্বাক্ষী ঐ দূর নীলিমায়,
আদি প্রেমের ঠাঁই নিয়তির আঙ্গিনায়।
লাজুক লতিকার অনুভূতিমালা তারই মানবিকতায়,
গোপন জলের মোহে জ্বলে উষ্ণীয় নীলিমায়,
রক্তে রহস্য দেখে স্বর্গদূত আয়নায়।
দূর নীলিমায়।