নির্বাসিত ঘরে।
               এম. মাহবুব মুকুল


নিজেই নির্বাসিত নিজের ঘরে
ভেঙ্গে গেছে ঝুল বারান্দা
বিপর্যস্ত টের পাইনি !
ছিড়ে গেছে হৃৎপিণ্ড
জীবনের অনন্ত পাওনাটুকু হারিয়ে গেছে,
হয়তো  বা এসবই স্বাভাবিক এ জীবন মঞ্চে
টের পাইনি, কেমন করে মিথ্যে হলো।
চোখের কোণে ধুলোর কণা
নিমগ্ন এক স্বপ্ন----
আমার আকাশ কুসুম ভাবনা
একদিন যা সত্যি ছিল,
বুকের ভেতর অনন্ত এক সুর ছিল,
আপনজনের স্পর্শও প্রবল ছিল।
আজ নির্বাসিত নিজের ঘরে
বন্দি আমি একাকি
পড়ে আছি মুখ থুবড়ে
জানালার গ্রীলে ছড়িয়ে মেহেদী পাতা
স্বর্ণলতা ঘুরে ফিরে স্পর্শ করে
ঘরের পর্দা, দেয়ালটুকু
মলিন শয্যা।
কি আশ্চর্য এই জীবন পাথর।
অন্ধকারে কামিনির ডাল,
নুয়ে আসতো আমার ঘরের দেয়াল ছুঁতে
আজ তা কঠিন রেখা,
আমার হাত পৌঁছায় না,
স্পর্শ করে না
গাছের শেকড়-বাকল
থেমে যায় দিক বলায়ে...
তুমি যদি জানতে আহা,
এ জীবন হয় বুঝি স্বর্ণচূর্ণ
প্রিয়গুলোও স্বপ্ন হয়
হয়ে যায় দূর সমুদ্র।