নিত্য অবসরে ভাবি কি হবে এই ক্ষণে
দুর্নীতির জর্জরিত ঋণে,
খুড়িয়ে -ঝিমিয়ে চলে উচ্চাকাঙ্খার লোভে ।
শান্তির খোঁজে ছুটছি মোরা নিত্য
তবু ভরেছে কি আমাদের সেই চিত্ত !
আজও জোটেনি দু’মুটো ভাত দু’বেলার
ওরে অবুঝ চিন্তিত মন!
ওরা থাকে সুরম্য অট্টলিকার মাঝে
নিত্য আরাম আয়সে
খাদ্যের সন্ধ্যানে ফুটপাতে ঘুরি
আর আজও চলছি
মেরুদন্ডহীন প্লাবকের মতো
চলি নিত্য অবসরে।