দেশটা দেখ কোথায় গেছে! সুবিধাভোগীদের দখলে,
নিত্য নতুন ফন্দি আটে, অর্থ আদয়ের আড়ালে।
দেশপ্রেমিক বুদ্ধিজীবি সেজে তারা
       সমাধানের নামে সমস্যাটা দেয় বাড়িয়ে,
নতুন নতুন পরিকল্পনা দেয় স্বীয় স্বার্থ আদায়ে।
নষ্ট হচ্ছে অর্থ দেশের; ভুলপরিকল্পনার গোলকধাধায়,
স্বজনপ্রীতি,দুর্নীতি আর অদূরদর্শীর ;
                        দয়িত্বহীন অবহেলায়।
কি পাচ্ছি আমরা আজ! নতুন নতুন সমস্যা ছাড়া!
কথার বাহার সবই হবে! কিন্তু সেটা খাপছাড়া।
দেশটাকে আজ করছে তারা  সন্ত্রাসী আর
                             জঙ্গীবাদের আবাসভূমি,
আমরা জানি, দেশটাতো ভাই সবার চাইতে দামি।
“বায়ান্ন  থেকে একাত্তর” তখন ছিল
                   মুক্তচিন্তার দেশপ্রেমিক বুদ্ধিজীবি,
আজকে দেখি স্বার্থলোভী, সুবিধাবাদী, স্বজনপ্রীতির দেশপ্রেমিক।
চারিদিকে তাকিয়ে দেখ; দেশটা আজ যাচ্ছে কোথায় ?
দ্রব্যমূল্যের উধর্বগতি, উৎপাদন নেই,
                           ভরছে আজ আমদানিতে।
সুবিধাবাদী  অর্থলোভী নিত্য নতুন ফন্দি আটে,                    
মরতে মরণ মধ্যবিত্ত নিম্ন  আয়ের মনুষগুলোর
                                আজকে তারা কষ্টে কাঁদে!
সুবিধাাবাদী বুদ্ধিজীবি, আমলারা নিত্য নতুন ফন্দি আটে।
                                       (২৩ ফেব্রুয়ারী ২০০৮)