আজ যাকে কথাগুলো বললে মন খুলে,
             কাল সে তো হতে পারে শত্রুর দলে।
একান্ত কথাগুলো
          কাউকে বলো না আপন করে,
আজ হয়ত সে আপন
              কাল সে ঘোর শত্রু তো হতে পারে!
নিজস্ব কথাগুলো রেখো নিজের করে,
             সাবধানের মার নেই এ ভবের পরে।
নিজের ভালো কি পাগলে বোঝে না!
          তাই, নিজের বিপদ নিজেই ডেকো না।
সবাইকে ভালোবাসা যায়,
                 ক’জনে ভালোবাসার মূল্য দেয়!
এক সময় দহরম-মহরম ছিল
                                   দুই প্রতিবেশীর,
আজ সম্পর্ক নষ্ট, কারণ ভুল বোঝাবোঝির।
আজ মুখ দেখাদেখি বন্ধ
                     বেড়েছে তাদের মধ্যে সন্দেহ!
তখন তারা নির্দিধায় বলেছিল কথাগুলো,
আজ পাড়া-প্রতিবেশী শুনছে তাদের কুৎসাগুলো।
এ সংসারে ভালোলাগা, ভালোবাসার সাথি
          ক’জনে দেখাতে পারে শ্রদ্ধা তার প্রতি।
ভালোবাসো মন খুলে কথা বলো তাকে
        যে ভালোবাসে প্রাণের চেয়েও তোমাকে।


(১১মার্চ ২০১১)