সহজ সরল ভাষা নয় আজ আর
শক্ত হাতে পতাকা ধরো এবার,
দাও সবাই জয়ের শ্লোগান।
তোমরা জাগাবে প্রাণ
জয় নব উত্থান,
দিকে দিকে ঐ শোন জয়ের স্লোগান।
জয় জয় ভগবান, নয় পরাজয়।
চারিদিকে আজ তবু শঙ্কা ভয়।
শ্রোমিক জনতার একতা দরকারি
শোষিছে শোষক! মেলে না মজুরি।
অন্তরের শোক মুছে, দাও জয়ের স্লোগান
জয় নিপীড়িত প্রাণ।
ভোর বেলায় শ্রোমিক যায় কারখানা-কলে,
বেলা শেষে বোঝায় ছলে বলে কৌশলে।
একি অপমান !
একি ভগবান!
শোষিত আজ বঞ্চিত জনগন,
অধিকার আদয়ে দাও জয়ের স্লোগান।
এতো জুলুম ! এতো অত্যাচার !
জনগন স’বে কতো আর !
শক্ত হাতে জয়ের পতাকা ধরো,
কর্মক্ষেত্রে কাজে গতি আনো।
আর নয় প্রভাবশালীর কালো টাকার প্রভুত্ব,
শ্রমিক-মালিক সবাইকে হতে হবে মনুষত¦।
যেখানে নেই ব্যক্তিত্ব,
সেখানে নেই আত্নসম্মান তিলমাত্র।
দাও সবে জয়ের স্লোগান,
তোমাদের অধিকার, তোমাদের সম্মান।
একি ক্রন্দন ! একি চিৎকার !
নিভৃত ঐ অভাবি জনতার
এতো নিপীড়ন ! এতো আহাজারি!
মৃত্যু আমাদের দুয়ারে দুয়ারে
পাপের প্রাশ্চিত্ব, মানষিক অত্যাচারে।
যাবো না কেউ দূরে সরে
তবেই বিজয় আসবে ঘরে,
চলো সবাই চলো
বিজয়ের মিছিরে চলো
ক্ষুধিত ঐ অবুঝ শিশুর গ্রাস,
শাসক-মালিক যেন সর্বত্র ত্রাস।
চারিদিকে আমাদের পাপের ছায়া,
মনুষত্ব হারিয়ে অমানুষে ভরা।
আদয় করতে হবে  তোমাদের অধিকার
বিজয়ের স্লোগানে দাও স’বে হুঙ্কার।
জয় নিপীড়ন, জয় তব জনগন
জয় নব উত্থান।