পাপের ছায়া আজ দু’চোখে
মুখোশ মোড়ানো মুখ চেয়ে আছে
           কণ্টকাকীর্ণ লাভামুখে।
বিষদন্তের ক্ষতচিহ্ন -- ক্রমশ্ব বদলায়,
তর্জনী তোলে, কিন্তু হাসিতে দ্যুতি নেই।
নিজস্ব কল্পনারীতিতে কথা বলে,
              মুখ ভেংচিয়ে মুখস্ত বুলিতে
স্বর্গের কথা বলে মুখোশ মোড়ানো মুখে।
ঝড়ো নিঃশ্বাস , পিছনে  পাপের ছায়া
বিষদন্ত বসিয়েছে স্বাধীনতার বক্ষে।