বিশ্বে চলছে আজ দেখো সর্বত্র ধবংসে মাতামাতি,
পরিবেশকে বাঁচাতে সকলকে জাগাতে হবে অনুভূতি।
              শোষণে দূষণে ধরা
            ধবংস করছি আমরা!
রূপবৈচিত্রের অপূর্ব পরিবেশকে দূষণেই করছি শেষ,
ভয়ে ভীতে কাঁপছে ধরণী, জমিনে রাখছে তার রেশ।


এ বিশ্ব জগত সবাইকে ভোগ করতে দিয়েছে  স্রষ্টা,
ধবংস করার অধিকার দেয়নি এ অপরূপ পৃথিবীটা।
         তোমার সৃষ্টি আজ ভগবান
         তোমাকেই করছে অপমান!
মানব সন্তান, তোমার বিশ্বকে করছে দূষণ,
পরিবেশ সইতে পারে না! ভযঙ্কর এ আচরণ।


আদি যুগে এ বিশ্ব ছিল কতো বিচিত্র সুন্দর,
শ্যামল সবুজ ধরণীকে মানুষ করছে ভয়ঙ্কর।
           যুদ্ধ বাঁধলে ঐ রণে
         পরিবেশ ধবংস দূষণে!
যুদ্ধের ময়দানে আধুনিক মারণাস্ত্রের ঝনঝনানে,
হিংসা মেতে ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযানে।


সবচেয়ে বেশি পরিবেশ ধবংস করছে যুদ্ধ,
ধবংস করতে করতে ঠেকাবার পথ আজ রুদ্ধ।
          চেয়ে দেখো যুদ্ধের ফলে
         তারসাথে কারখানা কলে!
চাপ পড়ছে বিস্তর বায়ুমণ্ডলের ঐ ওজনস্তরে,
মারাত্নক ক্ষতি করছে, ছিদ্র হচ্ছে ওজনস্তরে।