বিশ্বকে দেখব বলে বেরিয়ে
বাংলাকে দেখে আমি বিস্ময়!
মাঠ, পাহাড়, শহর, নদীর প্রেমে,
            তার সাথে হয়েছি পরিচয়।
আকাশ মাটির সাথে
সবুজ শ্যামল রূপের সাথে
বাংলায় পেয়েছি আত্নপরিচয়।
বাঙালি হয়ে বাংলার প্রেমে বিশ্ব করব জয়।
টেকনাফ থেকে তেতুলিয়া
   সুন্দরবন থেকে চা বাগান ব্যাপিয়া।
সে তো আছে সৌন্ধর্যের ঝাঁপি নিয়া,
সারা বাংলাদেশ ব্যাপিয়া।
আমি খুঁজে পেয়েছি পরিচয়
মুক্তিযুদ্ধ সারাবিশ্বের বিস্ময়,
বাঙালির পরিচয়
আমার ভাবনায়।