প্রতিটি ছোট বড় শহর বন্দর নগরের বর্জ পদার্থে
পরিবেশ দূষণ করছে প্রতি নিয়ত পচনে দূর্গন্ধে।
            শহর বন্দরের ড্রেনে
             দূর্গন্ধের চাপ ব্রেনে!
বড় বড় অট্টলিকাগুলির ভারসাম্য হুমকির সম্মুখিন
পরিবেশ বিপর্যস্ত। পরিবেশ দূষণে ধবংসে হবে বিলীন।


প্রকৃতি সইতে পারে না আর এ নির্মম অবিচার,
দায়িত্ব আমাদের সবার পরিবেশকে রক্ষা করার।
               বেশি গাছ লাগাও
                পরিবেশ বাঁচাও!
স্লোগান-সেমিনারে সচেতন করতে নিতে হবে অঙ্গীকার,
পরিবেশকে বাঁচাতে, আমরা বাঁচতে, গাছ লাগানো দরকার।


বাড়ছে মানুষ, কমছে জমি, গড়ছে নতুন বাড়ি,
ধরণী ভয়ে বলছে কেঁদে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি।
            ক্ষতিতে ক্ষতিতে ভবে
             বিস্ফোরণ আজ নভে!
আশা নাই, শঙ্কা চারিধারে বিশ্ব প্রকৃতি জুড়ে,
দূষণ ঠেকাও! নতুবা দূষণে শোষনে যাবে পুড়ে।