মানবমনের ধ্যান ধারনা অবারিত আর ক্রমাগত,
প্রতিমুহূর্তে পরিবর্তনের মধ্য দিয়ে আবর্তিত।
এ পরিবর্তিত মনোভাব সমাজকে করে প্রভাবিত,
সর্বদাই ব্যক্তি সমাজ রাষ্টের সাথে জড়িত।
মানব মনের চিন্তা চেতনায় আছে সীমাবদ্ধতা,
প্রতিভা আর কল্পনার মিশ্রণে থাকে বাস্তবতা।
আজকের বোধ ও চেতনা কতনা যুগাপোযোগি,
পরিবর্তনশীল সমাজে দেখ কালকে সেটা বাসি ।
গতকাল যেটা ছিল মানুষের কল্পনায় কিংবা স্বপ্নে,
আজকে সেটা জ্ঞান আর মেধা মননে বাস্তবে।