স্বাধীনতার স্বপ্ন সে তো বাঙারির অন্তর,
নির্দ্বিধায় পথচলা সীমাহীন প্রান্তর।
স্বাধীনতার স্বপ্ন সে তো যুদ্ধজয়ের প্রেরণা,
মুক্তিকামি জনতার মুক্ত ভবনার চেতনা।
স্বাধীনতার স্বপ্ন সে তো পরধীনতার গ্লানি থেকে মুক্তি,
“মাতা- মাতৃভাষা -মাতৃভূমি”র প্রতি দেশ জনতার ভক্তি।
স্বাধীনতার স্বপ্ন সে তো বাতিঘরের আলোক স্তম্ভ,
মুক্তি চেতনায় মুছে ফেলা বিদেশী শক্তির দম্ভ।
স্বাধীনতার স্বপ্ন সে তো জাতিসত্তার নতুন আশা,
আর্থ-সামাজিক,রাজনৈতিক,সংষ্কৃতির ভালোবাসা।
স্বাধীনতার স্বপ্ন সে তো মুক্ত মনে কবিতা গল্প লেখা,
বাংলার রূপে মুগ্ধ হয়ে বারবার বাংলাকে দেখা।
স্বাধীনতার স্বপ্ন সে তো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ,
মুক্তি পাওয়া বিদেশী শক্তির অত্যাচারিত শোষণ।
স্বাধীনতার স্বপ্ন সে তো প্রভাত আলোয় দেশ গড়া,
ধনী গরিব সবাই মিলে আপন মনে সোনার বাংলা গড়া।
স্বাধীনতার স্বপ্ন সে তো মুক্ত আকাশে বিহঙ্গের ডানা,
‘সৃষ্টি সুখের উল্লাসে’ জাগিয়ে তোলা মুক্তমন মুক্তচেতনা।
স্বাধীনতার স্বপ্ন সে তো জাতিসত্তায় “বাংলা বাঙালির হোক”,
বৈষম্য থেকে জাতি মুক্তির চেতনায় বাংলার জয় হোক।
স্বাধীনতার স্বপ্ন সে তো “আমার সোনার বাংলা ” গাওয়া,
পৃথিবীর বুকে লাল সবুজের স্বাধীন মানচিত্র পাওয়া।