নাই কিরে আজ খাদ্য মোদের পেটের ক্ষুধায় মরি!
স্বাধীনতা মুখের বুলি শুধুই ছড়াছড়ি।
রাস্তা-ঘাটে, খুন-রাহাজানি নিত্য ঘটনা,
স্বাধীনতার মর্মবাণী আজ আমাদের অজানা।
যার যা খুশি তাই করব নয়ত স্বাধীনতা,
কোথাও মোদের নেই কোন কাজের সততা।
মানবতা ডুবিয়ে খুঁজি, স্বাধীনতার বুলি।
আতুড় ঘরে মরল মোদের স্বাধীনতার কলি।
চৌদিকে শত্রু মোদের কোলাহলে রত,
কথায় আজ কাজ হবে না, কর্মে হই ব্রত
বায়ান্ন থেকে প্রাণ দিয়েছি স্বাধীনতার জন্য
শান্তি কোথাও নেই কো আজ নিষ্ঠুর অরণ্য।
পথে-ঘাটে, ঘর-বাড়িতে সবখানেতে দেখি।
চোখ খুলতেই চমকে উঠি ঘটছে এসব কি?
দেহ আমার স্বাধীনতা আমার এটাই যদি স্বাধীনতা হয়!
গণতন্ত্র হোঁচট খাবে, স্বৈরতন্ত্রের পায়।
বাংলাদেশের বাঙালি মোরা বাহুতে আছে বল,
তবু কেন? গুটি কতক লোকের কাছে জিম্মি আজ দল।