সন্তর্পণে


সন্তর্পণে উম্মুখ প্রান্তরে প্রহর গুনি
উত্তেজনার তর্জনীতে শূন্যে শব্দ শুনি
শিরা ধমনী অথবা মাথার গহীনে
নির্লিপ্ত মহোৎসবে মাতি শটারগানে
            রক্তের হোলিখেলায়।
বিষবৃক্ষের কষ্ট ক্রোধ আর বেদনায়।
শেকড়ের টানে ঘুমভাঙ্গে সন্তর্পর্ণে
অশরীর ছায়ায় হোঁচট খাই অন্তহীণে
ভালবাসার নোনাজলে সিক্ত বিষভ্রমর
নিধুবনের সখ্যতা ছেড়ে, অনাহূত আদর।
নিলামের কাঠগড়ায় দাঁড়িয়ে
দীর্ঘশ্বাসে জ্বলে ওঠে সন্তর্পণে বিশ্বাস ছাড়িয়ে
সপ্তর্ষি মন্ডলে একরাশ শূন্যতা
মরণ যজ্ঞের  বিভাজন প্রান্তরে
সন্তর্পণে নিত্য দাপাদাপি উৎসবের প্রলয়।