কল্পনার সিঁড়ি বেয়ে উঠেছি উপরে,
কখন এলে তুমি আমারই ভূবনে!
যে চোখে স্বপ্ন দ্যাখে সে চোখে আজ অশ্রু ঝরে,
তুমি আসবে বলেছিলে বকুল মালা নিয়ে
                           শিউলি প্রভাতে।
কুহু কুহু কোকিলের মিষ্টি সুর তাই দু’কানে বাজে!
বসন্তে জোয়ার এনেছে আজ শিমুল ডালে,
আমি এঁকেছি ছবি আমার হৃদয় ভালে।
কল্পনার সিঁড়ি বেয়ে চলেছি তোমারই ভূবনে,
                               প্রেমের বাগানে।
কুটুম পাখি সেঁজেছে আজ হলুদ শাড়িতে,
ডাকছে সে আজ আমারই বাড়িতে।
চৈত্রের খরতাপে চৌচির আমার এ হৃদয়!
শরত সন্ধ্যায় এসেছি তোমারই আঙ্গিনায়।
যে চোখে স্বপ্ন দ্যাখে , সে চোখে আজ অশ্রু ঝরে!
আমার চোখের তারার জ্যোতি
খাঁ খাঁ মরুভূমির মরীচিকা  ভীতি।