স্বাধীন দেশে দৃঢ়প্রত্যয়ে এগিয়ে চলো তরুণ দল,
  সাহসে ভরপুর দৃঢ় তোমাদের শক্তি মনোবল।
   শৈশব কৈশর পেরিয়ে যৌবনে মনোবল দৃঢ়,
     সময় আর যৌবনের চেয়ে নহে কিছু বড়।
       তোমরা স্বপ্ন দেখো আশায বুক বাঁধো
              কোন কিছু শিখো না আধো।
                      বুক ভরা আশা,
              তোমরা বোঝ স্বপ্নের ভাষা।
       স্বপ্নকে লালন করো বাস্তব ভালোবাসায়,
    যৌবনের সঠিক সময় কাটায়ো না অবহেলায়।
  যৌবন জীবনের জীবন্ত উর্বর ভূমি, যা রোপিবে তুমি;
     বাকি সারাটি জীবন তারই ফল ভোগ করবে তুমি।
                                                      



(২৬ সেপ্টম্বর ২০০৯)