মহাকালের তরীতে অঙ্কিত হৃদয়ের সুহাসিনী
আজ সে নিঝুম চিত্রপুরির দ্বীপ বাসিনী।
হৃদয় জুড়ে নির্জন অনুভূতি
স্বপ্নপুরিতে নেমেছে তিমির রাতি
খুুঁজে মরি ত্রিভূবনে দৃষ্টির সীমানায়
হাজার বছরের চেনা, প্রতীক ছুঁয়ে আজ অচেনা
জমাট বেঁধেছে গোলক ধাঁধাঁ চতুদর্শী পূর্ণিমায়
                   রহস্যের দূর্ভেদ্য প্রাচীরে।
অনুভবে খুঁজি স্বপ্নপুরির স্মৃতি,
সংলাপেমাতি সংগোপনে মায়াবী মুকুরে।
কম্পিত দেহে অনিঃশেষ শিহরণ
তৃষ্ণার ভালে বিন্দু বিন্দু জল তৃষ্ণায় আলিঙ্গন।
         ছায়পথে আজ ঘনিভূত মেঘ
জেগে উঠি নক্ষত্রের আড়ালে কিংবা দূরে
         স্বপ্নপুরির নির্জন অনুভূতিতে।
যুগ যুগান্তর পেরিয়ে মহাকালের চিত্রপুরিতে
                    তবুও অনুভবে কাঁদি।
বাঁধ ভাঙ্গা প্লাবন ঠেকাতে, বিষবৃক্ষের মাঝে
             নষ্টামির আড়ালে ভদ্রতার রূপ
নতুন জীবনের ক্লেদাক্ত স্বরূপ
সংগ্রাম ঠেকাতে নিঝুম চিত্রপুরির দ্বীপবাসিনী
জেগে ওঠে স্বপ্নপুরির অজানা অনুভূতি।